নৌকা প্রতীক তপশিল থেকে বাদ দেওয়ার দাবি এনসিপির - Porikroma News
Connect with us

বাংলাদেশ

নৌকা প্রতীক তপশিল থেকে বাদ দেওয়ার দাবি এনসিপির

Published

on

নৌকা প্রতীক তপশিল থেকে বাদ দেওয়ার দাবি এনসিপির
বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত

নির্বাচনী পরিচালনা বিধিমালার প্রতীকের তপশিল থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৩ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা জানান, ‘আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের প্রতীক ‘নৌকা’ নির্বাচনী তপশিলে থাকতে পারে না। আমরা এই যুক্তি ইসির সামনে তুলে ধরেছি।’

এ বিষয়ে নির্বাচন কমিশন যে সংশোধিত প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে, তাতে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার আইনগত যুক্তি উপস্থাপন করা হয়েছে। সিইসি বিষয়টি পর্যালোচনার আশ্বাস দিয়েছেন।

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

পাটোয়ারী বলেন, ‘শাপলা ছাড়া আমাদের বিকল্প নেই। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে নিরপেক্ষ ব্যক্তিদের রেখে নতুনভাবে গঠন করতে হবে। শাপলা প্রতীক না দিলে তার যৌক্তিক ব্যাখ্যা জনগণের সামনে আনতে হবে। না হলে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে।’

উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীকের তালিকা চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠায়। সেই তালিকায় শাপলা প্রতীকও রাখা হয়নি। এনসিপি ও মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য উভয় দলই শাপলা প্রতীক চাইছে।

Share

নির্বাচনী পরিচালনা বিধিমালার প্রতীকের তপশিল থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৩ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা জানান, ‘আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের প্রতীক ‘নৌকা’ নির্বাচনী তপশিলে থাকতে পারে না। আমরা এই যুক্তি ইসির সামনে তুলে ধরেছি।’

এ বিষয়ে নির্বাচন কমিশন যে সংশোধিত প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে, তাতে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার আইনগত যুক্তি উপস্থাপন করা হয়েছে। সিইসি বিষয়টি পর্যালোচনার আশ্বাস দিয়েছেন।

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

পাটোয়ারী বলেন, ‘শাপলা ছাড়া আমাদের বিকল্প নেই। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে নিরপেক্ষ ব্যক্তিদের রেখে নতুনভাবে গঠন করতে হবে। শাপলা প্রতীক না দিলে তার যৌক্তিক ব্যাখ্যা জনগণের সামনে আনতে হবে। না হলে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে।’

উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীকের তালিকা চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠায়। সেই তালিকায় শাপলা প্রতীকও রাখা হয়নি। এনসিপি ও মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য উভয় দলই শাপলা প্রতীক চাইছে।

Share