অপরাধ
নোবেলের বিরুদ্ধে ছয় মাস আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগ

গায়ক মাঈনুল আহসান নোবেল-এর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। ডেমরায় ছয় মাস ধরে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে অপহরণ, ধর্ষণ ও মারধরের মামলা দায়েরের পর সোমবার (১৯ মে) রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নামাতে দেখা যায় নোবেলকে। এরপর ওই তরুণী থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে নোবেলকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ২০১৮ সালে নোবেলের সঙ্গে ভুক্তভোগী তরুণীর পরিচয় হয়। এরপর গত বছরের ১২ নভেম্বর ডেমরার বাসায় নিয়ে গিয়ে তাকে আটকে রাখা হয়। নেশাগ্রস্ত অবস্থায় নোবেল ধর্ষণ ও মারধর করেন এবং ভিডিও ধারণ করে শেয়ার করার হুমকি দেন।
ঘটনার ভিডিও ভাইরাল হলে ভুক্তভোগীর পরিবার ৯৯৯-এ ফোন দেয়। রাত সাড়ে ৯টার দিকে ডেমরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে।
নোবেল দাবি করেন, ওই তরুণী তার স্ত্রী। তবে বিয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
মঙ্গলবার (২০ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে নোবেলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।