বাংলাদেশ
নির্বাচনের মুলা ঝোলানো হচ্ছে বললেন নাহিদ

নির্বাচনের দাবিকে ধোঁকাবাজি আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন শুধু নির্বাচন নির্বাচন বলে দেশের মানুষের সামনে একটি মুলা ঝোলানো হচ্ছে। তিনি বলেন আমরা নির্বাচিত সরকার চাই তবে সেই সঙ্গে গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী শহরে শহীদ রুবেল ও সাজ্জাদের কবর জিয়ারত শেষে এবং সৈয়দপুরে উর্দুভাষী ক্যাম্প পরিদর্শনের পর এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন বর্তমান সংবিধান আওয়ামী লীগের সংবিধান যা মানবাধিকার ও জনগণের অধিকার রক্ষা করতে ব্যর্থ। তিনি বলেন মৌলিক সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাওয়া যাবে না।
তিনি আরও বলেন অভ্যুত্থানের নেতৃত্ব ও শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে।
নাহিদ ইসলাম নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন শহীদ রুবেলসহ যারা জীবন দিয়েছে তাদের ত্যাগের বিনিময়ে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।
এসময় জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল মজিদ সারজিস আলম আবু সাইদ লিওনসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।