জাতীয়
নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সভা

নির্বাচনের প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক ইউনূস।
বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনকে ঘিরে বাহিনীগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এদিকে চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ স্পষ্ট হবে বলে আভাস দিয়েছেন ড. ইউনূস। তবে বৈঠকের পর দেওয়া সরকারি বিবৃতিতে তা উল্লেখ না থাকায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিএনপি মনে করে, তারিখ জানানো উচিত নির্বাচন কমিশনের মাধ্যমে। জামায়াত বলছে, বৈঠকে নির্বাচনের নির্দিষ্ট দিন ঘোষণা হয়নি। আর এনসিপি মনে করে, সকল দলের সঙ্গে আলোচনা ছাড়া তারিখ ঘোষণা অনুচিত।
উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সৃষ্ট অরাজক পরিস্থিতিতে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। এর পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার—এ তিন বিষয়ে গুরুত্ব দেয় সরকার। তবে নির্বাচন নিয়ে এখনও রাজনৈতিক অনিশ্চয়তা কাটেনি।