আন্তর্জাতিক
নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৭

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটেয়াও রাজ্যে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় প্লাটেয়াও রাজ্যের রিয়ম এলাকার জেবু-রাহোস গ্রামে এই হামলা চালায় দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্দুক ও দা-ছুরি নিয়ে অতর্কিতে এলোপাতাড়ি হামলা চালানো হয়। নিহতদের বেশিরভাগই নারী। হ্যাগাই গানকিস নামের এক বাসিন্দা জানান, ‘২৭ জন নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।’
আরেক প্রত্যক্ষদর্শী চুওয়াং ডেভিড জানান, রাতে ঘুমানোর সময় হঠাৎ গুলির শব্দে ঘুম ভেঙে যায়। হামলাকারীরা নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি দা-ছুরিও ব্যবহার করেছে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে দীর্ঘদিন ধরেই কৃষক ও পশুপালকদের মধ্যে ভূমি ও সম্পদ নিয়ে সংঘাত চলছে। সেই সঙ্গে সক্রিয় রয়েছে সশস্ত্র অপরাধী গোষ্ঠী। জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং ধর্মীয় ও জাতিগত বিভাজন এই সংকটকে আরও জটিল করে তুলেছে।
এ বছর এপ্রিল মাসেই প্লাটেয়াও ও পাশের বেনু রাজ্যে একাধিক হামলায় ১৫০ জনের বেশি মানুষ নিহত হয়। গবেষকদের মতে, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সীমিত হওয়ায় অপরাধীরা বারবার এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে এবং অধিকাংশ ঘটনা থেকেই যাচ্ছে বিচারহীন।