নেত্রকোনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত - Porikroma News
Connect with us

অপরাধ

নেত্রকোনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

Published

on

নেত্রকোনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

নেত্রকোনার পূর্বধলায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মো. কাকন আহমেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার নারন্দিয়া ইউনিয়নের দাপুনিয়া বাজার-সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আলম।

নিহত কাকন পূর্বধলা উপজেলার দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে কাকন বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় কাকনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ওসি নূরুল আলম জানান, “খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

Share

নেত্রকোনার পূর্বধলায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মো. কাকন আহমেদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার নারন্দিয়া ইউনিয়নের দাপুনিয়া বাজার-সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আলম।

নিহত কাকন পূর্বধলা উপজেলার দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে কাকন বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় কাকনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ওসি নূরুল আলম জানান, “খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

Share