যুদ্ধ শেষের শর্ত জানালেন নেতানিয়াহু - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

যুদ্ধ শেষের শর্ত জানালেন নেতানিয়াহু

Published

on

হামাস নিরস্ত্রীকরণ
ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষের জন্য তার নিরাপত্তা মন্ত্রিসভা নির্ধারিত পাঁচটি শর্ত পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, এসব শর্ত বাস্তবায়নই ইসরায়েলের নিরাপত্তা ও ‘জয়’ নিশ্চিত করার একমাত্র উপায়। খবর শাফাক নিউজের।

নেতানিয়াহুর শর্তগুলো হলো—
১. হামাসের অস্ত্র সমর্পণ।
২. সকল বন্দি, জীবিত ও মৃত, ফিরিয়ে আনা।
৩. গাজা সম্পূর্ণ সামরিকহীন করা, যাতে অস্ত্র তৈরি বা পাচার না হয়।
৪. গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা, নিরাপত্তা সীমান্তসহ।
৫. হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিকল্প বেসামরিক প্রশাসন গঠন।

এ পরিকল্পনা চলমান যুদ্ধের অংশ। ২০২৪ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৬১ হাজার ৭৭৬ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৪ হাজার ৯০৬ জন আহত হয়েছে। গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে ৪০ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে, ৫ বছরের নিচে ২ লাখ ৫০ হাজার শিশু তীব্র খাদ্যসংকটে এবং ১২ লাখ নাবালক চরম খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

Share

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষের জন্য তার নিরাপত্তা মন্ত্রিসভা নির্ধারিত পাঁচটি শর্ত পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, এসব শর্ত বাস্তবায়নই ইসরায়েলের নিরাপত্তা ও ‘জয়’ নিশ্চিত করার একমাত্র উপায়। খবর শাফাক নিউজের।

নেতানিয়াহুর শর্তগুলো হলো—
১. হামাসের অস্ত্র সমর্পণ।
২. সকল বন্দি, জীবিত ও মৃত, ফিরিয়ে আনা।
৩. গাজা সম্পূর্ণ সামরিকহীন করা, যাতে অস্ত্র তৈরি বা পাচার না হয়।
৪. গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখা, নিরাপত্তা সীমান্তসহ।
৫. হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিকল্প বেসামরিক প্রশাসন গঠন।

এ পরিকল্পনা চলমান যুদ্ধের অংশ। ২০২৪ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৬১ হাজার ৭৭৬ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৪ হাজার ৯০৬ জন আহত হয়েছে। গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে ৪০ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে, ৫ বছরের নিচে ২ লাখ ৫০ হাজার শিশু তীব্র খাদ্যসংকটে এবং ১২ লাখ নাবালক চরম খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

Share