আন্তর্জাতিক
নেতানিয়াহুকে মেরে ‘শহীদ’ হতে চেয়েছিলেন বৃদ্ধা, তার আগেই গ্রেপ্তার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রকেটচালিত গ্রেনেড দিয়ে হত্যা পরিকল্পনার অভিযোগে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তেল আবিবের বাসিন্দা এবং টার্মিনালি অসুস্থ এই নারীকে ইসরায়েলের প্রসিকিউশন অফিস আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, নিজের মৃত্যু অবশ্যম্ভাবী জেনে ওই নারী ‘শহীদ’ হওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করেন। তিনি একজন সরকারবিরোধী কর্মী হিসেবে পরিচিত এবং বিশ্বাস করেন, নেতানিয়াহুকে হত্যা করে তিনি দেশকে রক্ষা করতে পারবেন।
তিনি এই পরিকল্পনায় একজন সহকর্মীর সহায়তা চেয়েছিলেন, যাকে বলেন রকেটচালিত গ্রেনেড কিনে দিতে এবং নেতানিয়াহুর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহে সাহায্য করতে। কিন্তু ওই ব্যক্তি রাজি না হয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে সেই তথ্যের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
প্রসিকিউশন বলছে, বৃদ্ধা এখনো বিপজ্জনক হতে পারেন এবং শহীদ হতে প্রস্তুত বলেও জানিয়েছেন। তাই তাকে গৃহবন্দি রাখার আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও নেতানিয়াহুর বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। ১৯৯৫ সালে সাবেক প্রধানমন্ত্রী ইৎসহাক রবিনকেও এক উগ্র-ডানপন্থি ইসরায়েলি হত্যা করেন, যিনি ফিলিস্তিনিদের সঙ্গে শান্তিচুক্তির পক্ষে ছিলেন।