জাতীয়
এনসিপি’র শিবচর ইউনিটের ৪ নেতার গণপদত্যাগ

মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সমন্বয় কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন চার নেতা। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগকারী নেতারা হলেন শিবচর উপজেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী শাকিল খান এবং সমন্বয় কমিটির সদস্য মো. রিয়াজ রহমান, মহিউদ্দিন, ও কাজী রফিক। পদত্যাগের কারণ হিসেবে তারা দলের অভ্যন্তরীণ বাস্তবতা, নেতৃত্বের অযোগ্যতা এবং পারিবারিক চাপের কথা উল্লেখ করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. রিয়াজ রহমান বলেন, তারা দেশের কল্যাণ ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলেন। যদিও তাদের রাজনৈতিক অভিজ্ঞতা সীমিত, দেশপ্রেম থেকেই তারা রাজনীতিতে এসেছিলেন। তবে, বর্তমানে শিবচরের এনসিপি ইউনিট পরিচালনার দায়িত্ব এমন কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে, যারা আদর্শিকভাবে সম্পূর্ণ অযোগ্য। এর ফলে দলের প্রকৃত ও ত্যাগী কর্মীরা যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না।
নেতারা আরও জানান, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাদের পারিবারিক সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হচ্ছিল। এসব কারণে গভীর আত্মবিশ্লেষণ ও চিন্তাভাবনার পর তারা স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তারা কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন।
এর আগে শুক্রবার (৮ আগস্ট) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী এ ইউ মাসুদ (আরফান উদ্দিন) ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।