বাংলাদেশ
জাতীয় পার্টির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান আখতারের

জাতীয় পার্টিকে ‘দলদাস ও দালাল’ আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে রংপুরের জনগণকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। মঙ্গলবার রাত ৯টায় রংপুর নগরের ডিসি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান তিনি।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজকের কর্মসূচির সমাপ্তি হয় এই সমাবেশের মধ্য দিয়ে। এর আগে সকালে পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রার সূচনা হয়।
সমাবেশে আখতার হোসেন বলেন, ‘জাতীয় পার্টি রংপুরে নানা ধরনের নাশকতায় লিপ্ত। তারা এনসিপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে। রংপুরের মাটি থেকে হুঁশিয়ারি দিচ্ছি, এসব মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।’
সমাবেশ সঞ্চালনা করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সমাপনী বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ হাসান বলেন, ‘আগামীকাল আমরা কুড়িগ্রামে যাব, তারপর ৬৪ জেলা ঘুরে আগস্টে ঢাকায় ঢুকব এবং আমাদের দাবি আদায় করব।’
বুধবার পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের কলেজ মোড়ের বিজয়স্তম্ভ চত্বর থেকে পথসভা শুরু হবে। এরপর ফুলবাড়ী ও লালমনিরহাটে হবে পথসভা।