রাজনীতি
কক্সবাজারে এনসিপি নেতারা, হোটেল ঘিরে রেখেছে বিএনপি নেতা-কর্মীরা

জুলাই গণঅভ্যুত্থানের এক বছরপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কক্সবাজার গেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (BG-433) তারা ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান। পরে তারা ইনানীর হোটেল সী-পার্লে অবস্থান নেন।
জানা গেছে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং তার স্বামী খালেদ সাইফুল্লাহ (যুগ্ম আহ্বায়ক) ওই ফ্লাইটে ছিলেন।
তাদের অবস্থানের খবর ছড়িয়ে পড়তেই হোটেল সী-পার্ল ঘিরে বিক্ষোভে নেমে আসেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন জানান, এনসিপির নেতারা হোটেলে অবস্থান করছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে পুলিশ।