কক্সবাজার ত্যাগ করলেন এনসিপির শীর্ষ ৫ নেতা - Porikroma News
Connect with us

রাজনীতি

কক্সবাজার ত্যাগ করলেন এনসিপির শীর্ষ ৫ নেতা

Published

on

কক্সবাজার ত্যাগ করলেন এনসিপির শীর্ষ ৫ নেতা
এনিসিপির শীর্ষ ৫ নেতা। ছবি : সংগৃহীত

কক্সবাজার, ৮ আগস্ট: ৫ই জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী চলাকালীন সময়ে ‘ভ্রমণের’ উদ্দেশ্যে কক্সবাজারে আসা ন্যাশনাল কনসারভেটিভ পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা ঢাকায় ফিরে গেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১২টার পর সড়কপথে তারা কক্সবাজার ত্যাগ করেন।

জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এনসিপির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসিরুদ্দীন পাটোয়ারী, ও খালিদ সাইফুল্লাহ অনেকটা ‘গোপনে’ কক্সবাজারে আসেন। তাদের সঙ্গে ছিলেন সারজিসের স্ত্রী আয়শা খানমও। প্রথমে তারা ইনানীর সী পার্ল হোটেলে ওঠেন, যা নিয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ‘গোপন বৈঠকের’ গুজব ছড়িয়ে পড়ে। তবে হোটেল কর্তৃপক্ষ সেখানে কোনো বিদেশি নাগরিকের অবস্থান অস্বীকার করে। এ বিষয়ে নাসিরুদ্দীন পাটোয়ারী গণমাধ্যমকে জানান, তারা শুধুমাত্র ঘুরতে এসেছেন, কোনো বৈঠকে নয়।

‘গোপন বৈঠকের’ গুঞ্জনের পর বুধবার দুপুরে এনসিপি নেতারা হোটেল পরিবর্তন করে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে ওঠেন। এরই মধ্যে, ৫ই জুলাই গণঅভ্যুত্থান দিবসে দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত থেকে কক্সবাজার ভ্রমণের কারণে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন তাদের কারণ দর্শানোর নোটিশ দেন।

কক্সবাজার এনসিপির স্থানীয় সংগঠক খালিদ বিন ওয়ালিদ জানান, চার শীর্ষ নেতা বৃহস্পতিবার রাত ১২টার দিকেই দুটি গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা হন। অন্যদিকে, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সস্ত্রীক শুক্রবার সকালে কক্সবাজার ছাড়েন।

হোটেল প্রাসাদ প্যারাডাইজের ব্যবস্থাপক ইয়াকুব আলী এই খবর নিশ্চিত করে বলেন, “রাত সাড়ে ১২টার পরপরই তারা দুটি গাড়িযোগে হোটেল ছাড়েন।”


Share

কক্সবাজার, ৮ আগস্ট: ৫ই জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী চলাকালীন সময়ে ‘ভ্রমণের’ উদ্দেশ্যে কক্সবাজারে আসা ন্যাশনাল কনসারভেটিভ পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা ঢাকায় ফিরে গেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১২টার পর সড়কপথে তারা কক্সবাজার ত্যাগ করেন।

জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এনসিপির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসিরুদ্দীন পাটোয়ারী, ও খালিদ সাইফুল্লাহ অনেকটা ‘গোপনে’ কক্সবাজারে আসেন। তাদের সঙ্গে ছিলেন সারজিসের স্ত্রী আয়শা খানমও। প্রথমে তারা ইনানীর সী পার্ল হোটেলে ওঠেন, যা নিয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ‘গোপন বৈঠকের’ গুজব ছড়িয়ে পড়ে। তবে হোটেল কর্তৃপক্ষ সেখানে কোনো বিদেশি নাগরিকের অবস্থান অস্বীকার করে। এ বিষয়ে নাসিরুদ্দীন পাটোয়ারী গণমাধ্যমকে জানান, তারা শুধুমাত্র ঘুরতে এসেছেন, কোনো বৈঠকে নয়।

‘গোপন বৈঠকের’ গুঞ্জনের পর বুধবার দুপুরে এনসিপি নেতারা হোটেল পরিবর্তন করে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইজে ওঠেন। এরই মধ্যে, ৫ই জুলাই গণঅভ্যুত্থান দিবসে দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত থেকে কক্সবাজার ভ্রমণের কারণে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন তাদের কারণ দর্শানোর নোটিশ দেন।

কক্সবাজার এনসিপির স্থানীয় সংগঠক খালিদ বিন ওয়ালিদ জানান, চার শীর্ষ নেতা বৃহস্পতিবার রাত ১২টার দিকেই দুটি গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা হন। অন্যদিকে, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সস্ত্রীক শুক্রবার সকালে কক্সবাজার ছাড়েন।

হোটেল প্রাসাদ প্যারাডাইজের ব্যবস্থাপক ইয়াকুব আলী এই খবর নিশ্চিত করে বলেন, “রাত সাড়ে ১২টার পরপরই তারা দুটি গাড়িযোগে হোটেল ছাড়েন।”


Share