নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ, জনসমুদ্রের ঢল - Porikroma News
Connect with us

বাংলাদেশ

নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ, জনসমুদ্রের ঢল

Published

on

বিএনপির ফেসবুক পেজ থেকে নেওয়া।

খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে মুখর রাজধানীর নয়াপল্টন। আজ বুধবার (২৮ মে) দুপুর ২টায় বিএনপির তিনটি অঙ্গ সংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘তারুণ্যের সমাবেশ’।

সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। মঞ্চ থেকে ভেসে আসছে দলনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গান।

আয়োজকদের প্রত্যাশা, ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় ১৫ লাখ তরুণের উপস্থিতি ঘটবে এই সমাবেশে। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন জনসমুদ্রে পরিণত হয়।

তরুণদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। কেউ কেউ স্লোগান ও নাচ-গানে কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য যোগ করেছেন।

ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, “তরুণরা রাজনীতি থেকে বঞ্চিত। তারা ভোট দিতে পারে না, মতপ্রকাশের সুযোগ নেই। এই সমাবেশ তরুণদের হাহাকার ও প্রতিবাদের প্রতিচ্ছবি।”

নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। যানজট এড়াতে নয়াপল্টনের উভয়পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

Share

খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে মুখর রাজধানীর নয়াপল্টন। আজ বুধবার (২৮ মে) দুপুর ২টায় বিএনপির তিনটি অঙ্গ সংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘তারুণ্যের সমাবেশ’।

সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। মঞ্চ থেকে ভেসে আসছে দলনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গান।

আয়োজকদের প্রত্যাশা, ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় ১৫ লাখ তরুণের উপস্থিতি ঘটবে এই সমাবেশে। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন জনসমুদ্রে পরিণত হয়।

তরুণদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। কেউ কেউ স্লোগান ও নাচ-গানে কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য যোগ করেছেন।

ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, “তরুণরা রাজনীতি থেকে বঞ্চিত। তারা ভোট দিতে পারে না, মতপ্রকাশের সুযোগ নেই। এই সমাবেশ তরুণদের হাহাকার ও প্রতিবাদের প্রতিচ্ছবি।”

নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। যানজট এড়াতে নয়াপল্টনের উভয়পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

Share