গভীর সমুদ্র থেকে ১৮ জেলে উদ্ধার - Porikroma News
Connect with us

বাংলাদেশ

গভীর সমুদ্র থেকে ১৮ জেলে উদ্ধার

Published

on

গভীর সমুদ্র থেকে ১৮ জেলে উদ্ধার
উদ্ধার হওয়া জেলেরাসহ নৌবাহিনীর সদস্যরা। ছবি : সৌজন্য

কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্র থেকে একটি মাছ ধরার ট্রলার ও ১৮ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ইঞ্জিন বিকল হয়ে টানা চারদিন সাগরে ভেসে ছিল ‘হাবিবা’ নামের ট্রলারটি।
ট্রলারটি এক সপ্তাহ আগে ভোলার মনপুরা এলাকা থেকে মাছ ধরতে সাগরে যায়। নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ মহেশখালী দ্বীপ থেকে ২৫ মাইল পশ্চিমে নিয়মিত টহলের সময় বিপদগ্রস্ত ট্রলারটিকে উদ্ধার করে।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে নৌবাহিনীর সদস্যরা ট্রলারের কাছ থেকে জানতে পারেন, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জেলেরা চারদিন ধরে সাগরে আটকে ছিলেন এবং তাদের খাবার ও পানি ফুরিয়ে গিয়েছিল।
পরে ট্রলারটিকে বুধবার (২৩ জুলাই) দুপুরে নিরাপদে কুতুবদিয়া উপকূলে আনা হয় এবং জেলেদের প্রয়োজনীয় খাবার, পানি ও চিকিৎসা প্রদান করা হয়। সকল জেলেই বর্তমানে সুস্থ আছেন।
নৌবাহিনীর এমন তৎপরতায় জেলেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র নিরাপত্তা, ব্লু-ইকোনমি সুরক্ষা ও জেলেদের নিরাপত্তায় তারা বঙ্গোপসাগরে নিয়মিত টহল অব্যাহত রেখেছে।

Share

কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্র থেকে একটি মাছ ধরার ট্রলার ও ১৮ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ইঞ্জিন বিকল হয়ে টানা চারদিন সাগরে ভেসে ছিল ‘হাবিবা’ নামের ট্রলারটি।
ট্রলারটি এক সপ্তাহ আগে ভোলার মনপুরা এলাকা থেকে মাছ ধরতে সাগরে যায়। নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ মহেশখালী দ্বীপ থেকে ২৫ মাইল পশ্চিমে নিয়মিত টহলের সময় বিপদগ্রস্ত ট্রলারটিকে উদ্ধার করে।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে নৌবাহিনীর সদস্যরা ট্রলারের কাছ থেকে জানতে পারেন, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জেলেরা চারদিন ধরে সাগরে আটকে ছিলেন এবং তাদের খাবার ও পানি ফুরিয়ে গিয়েছিল।
পরে ট্রলারটিকে বুধবার (২৩ জুলাই) দুপুরে নিরাপদে কুতুবদিয়া উপকূলে আনা হয় এবং জেলেদের প্রয়োজনীয় খাবার, পানি ও চিকিৎসা প্রদান করা হয়। সকল জেলেই বর্তমানে সুস্থ আছেন।
নৌবাহিনীর এমন তৎপরতায় জেলেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র নিরাপত্তা, ব্লু-ইকোনমি সুরক্ষা ও জেলেদের নিরাপত্তায় তারা বঙ্গোপসাগরে নিয়মিত টহল অব্যাহত রেখেছে।

Share