অপরাধ
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার যন্ত্রাংশ লুট

নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) গভীর রাতে থেকে রোববার (৩ আগস্ট) ভোর পর্যন্ত এই ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দল কারখানা থেকে প্রায় ১ কোটি টাকার মূল্যবান যন্ত্রাংশ লুট করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও মিল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে ৪০-৫০ জনের একটি ডাকাত দল ট্রাক নিয়ে কারখানায় প্রবেশ করে। এ সময় তারা নিরাপত্তা রক্ষীদের অস্ত্রের মুখে জিম্মি করে বয়লার সেকশনের একটি কক্ষে হাত-পা বেঁধে রাখে। পরে তারা অফিস কক্ষে প্রবেশ করে ড্রয়ার ও আলমারি ভেঙে ফেলে এবং যন্ত্রাংশ লুট করে পালিয়ে যায়।
ডাকাতি চলাকালে কর্মকর্তার কক্ষে থাকা কম্পিউটারগুলো তারা না নিয়েই রেখে যায়।
ভোর সাড়ে ৪টার দিকে নিরাপত্তা রক্ষীদের আরেকটি দল এসে জিম্মিদের উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। পরে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, মিল থেকে প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার যন্ত্রপাতি ডাকাতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে এবং দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।