রাজনীতি
কক্সবাজারে যাওয়া নিয়ে শোকজের জবাব দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

কক্সবাজার সফরের কারণে দলের কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
৫ আগস্ট রাষ্ট্রীয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ না নিয়ে ব্যক্তিগত সফরে কক্সবাজার যান তিনি ও দলের আরও চার নেতা। এনসিপি থেকে অনুমতি না নেওয়ায় তাদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশনা জারি করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শোকজের জবাব প্রকাশ করে বলেন, “৫ আগস্ট আমার কোনো সাংগঠনিক দায়িত্ব ছিল না, দল থেকেও কোনো নির্দেশ পাইনি।” তিনি জানান, সফরটি ছিল ব্যক্তিগত এবং মানসিক প্রস্তুতির অংশ হিসেবে রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা নিয়ে চিন্তা-ভাবনার উদ্দেশ্যে।
তিনি দাবি করেন, কক্সবাজার সফরকালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ হয়েছে—এমন গুজব উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। “এটি আমাদের ভাবমূর্তি ক্ষুণ্নের একটি ষড়যন্ত্র,” বলেন তিনি।
তিনি আরো বলেন, অতীতেও তিনি ব্যক্তিগত সফরে গিয়েছেন, কিন্তু তখন এমন প্রশ্ন ওঠেনি। “আমার এই সফর সাংগঠনিক নীতিমালার পরিপন্থী ছিল না,” যোগ করেন তিনি।
পরিশেষে তিনি বলেন, “তবুও দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে ও রাজনৈতিক শালীনতা বজায় রেখে আমি এই লিখিত জবাব প্রদান করছি। অসভ্য জগতে সভ্যতার এক নিদর্শন হিসেবে।”