অপরাধ
নরসিংদীতে ছেলের হাতে বাবার মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া গ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে বাবা কবির মিয়া (৫০) নিহত হয়েছেন। সোমবার (২৬ মে) রাত আড়াইটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত কবির মিয়া তার মানসিকভাবে অসুস্থ ছেলে মনির হোসেনের (৩০) সঙ্গে বসবাস করতেন। হঠাৎ রাতের বেলায় মনির শাবল দিয়ে বাবার ওপর হামলা চালায়। কবির মিয়া পালানোর চেষ্টা করলেও মনির তাকে পেছন থেকে ধাওয়া করে একাধিকবার আঘাত করে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, এক বছর আগে সৌদি আরব থেকে ফিরে আসার পর থেকেই মানসিক রোগে ভুগছিল মনির। ছয় মাস আগে দাদি, ফুফু ও চাচাতো বোনকে কুপিয়ে জখম করায় তাকে তিন মাস জেল খাটতে হয়। পরে বাবাই তাকে জামিনে মুক্ত করে আনেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও মনিরের কোনো চিকিৎসা হয়নি। অবহেলার কারণেই এমন মর্মান্তিক ঘটনার জন্ম।
রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, অভিযুক্ত মনিরকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।