আন্তর্জাতিক
নরসিংদীতে পাঁচ দিন আটকে তরুণকে হত্যা

নরসিংদীতে মাদক ব্যবসায়ীর বাড়িতে পাঁচ দিন আটকে রেখে মো. সাজিদ হোসেন (২২) নামে এক তরুণকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ জুলাই) দুপুর ১১টায় সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটার টেকপাড়া গ্রামের ওই বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাজিদ ওই এলাকার মো. আবদুল আজিজের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী দুলাল মিয়া (৩০) পলাতক।
নিহতের স্বজনরা জানান, দুলাল মিয়া সাজিদকে মাদক ব্যবসার ফাঁদে ফেলে। টাকা আদায়ের জন্য পাঁচ দিন ধরে আটকে রেখে নির্মম নির্যাতন চালায়। মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা না পেয়ে বাড়ির দলিল দাবি করে। পরে পরিবারের লোকজন খোঁজ নিতে গিয়ে লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।