নরেন্দ্র মোদিকে হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা - Porikroma News
Connect with us

বাংলাদেশ

নরেন্দ্র মোদিকে হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

Published

on

নরেন্দ্র মোদিকে হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দুই প্রতিবেশী দেশের সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতেই এই আম উপহার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী সোমবার (১৫ জুলাই) এই আমের চালান ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছবে। পরে আমগুলো ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর, বিভিন্ন কূটনীতিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যেও বিতরণ করা হবে।

এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও শুভেচ্ছা উপহার হিসেবে হাড়িভাঙ্গা আম পাঠানো হচ্ছে।

চলতি বছরের আম উপহার কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমগুলো রপ্তানিকারকের মাধ্যমে পাঠানো হচ্ছে। এই উদ্যোগকে ‘আম কূটনীতি’ বলা হয়, যা আগের প্রশাসনগুলোর সময়েও চালু ছিল। এখনও এটি প্রতিবেশী দেশের সঙ্গে সৌহার্দ্য ও পারস্পরিক শুভেচ্ছার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।


Share

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দুই প্রতিবেশী দেশের সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতেই এই আম উপহার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী সোমবার (১৫ জুলাই) এই আমের চালান ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছবে। পরে আমগুলো ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর, বিভিন্ন কূটনীতিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যেও বিতরণ করা হবে।

এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও শুভেচ্ছা উপহার হিসেবে হাড়িভাঙ্গা আম পাঠানো হচ্ছে।

চলতি বছরের আম উপহার কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। আমগুলো রপ্তানিকারকের মাধ্যমে পাঠানো হচ্ছে। এই উদ্যোগকে ‘আম কূটনীতি’ বলা হয়, যা আগের প্রশাসনগুলোর সময়েও চালু ছিল। এখনও এটি প্রতিবেশী দেশের সঙ্গে সৌহার্দ্য ও পারস্পরিক শুভেচ্ছার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।


Share