বাংলাদেশ
প্রবাসীর টাকা-স্বর্ণ নিয়ে উধাও স্ত্রী

নওগাঁ সদর উপজেলার দোগাছী পাথরকুটা গ্রামে এক প্রবাসীর স্ত্রী প্রায় অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। চাঁদনী বানু নামের ওই নারী স্বামী নুরুল ইসলামকে তালাক দিয়ে নগদ ৩০ লাখ টাকা, ১৩ লাখ টাকার স্বর্ণালংকার, জমির দলিল এবং মূল্যবান মালামাল নিয়ে আত্মগোপনে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী প্রবাসী নুরুল ইসলাম জানিয়েছেন, ১৩ বছর আগে চাঁদনী বানুর সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের একটি সন্তান রয়েছে। স্ত্রী ও সন্তানের ভবিষ্যৎ চিন্তায় তিনি বিদেশে পাড়ি জমান এবং সেখানে থেকে স্ত্রীর কাছে টাকা পাঠাতে থাকেন। জমি কেনার জন্য প্রেরিত অর্থে চাঁদনী নিজের নামে ৮ শতক জমি কিনে নেন। পরবর্তীতে রেজিস্ট্রার করে দেওয়ার কথা বললেও নানা টালবাহানা করতে থাকেন।
নুরুল ইসলাম দেশে ফিরে জানতে পারেন, তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। প্রতিবাদ করে আবার প্রবাসে চলে গেলে স্ত্রী আরও বেপরোয়া হয়ে ওঠে। স্বামীর পাঠানো টাকাসহ স্বর্ণালংকার, জমির দলিল এবং দুটি মোবাইল নিয়ে চাঁদনী বানু আত্মগোপনে চলে যান। পরে দেশে ফিরে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় হতাশাগ্রস্ত নুরুল ইসলাম নওগাঁ সদর থানায় স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, তার সব সম্পদ আত্মসাৎ করে স্ত্রী পালিয়ে গেছেন, কিন্তু পুলিশ এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।