অপরাধ
নামাজরত অবস্থায় কুপিয়ে আহত আ.লীগ নেতার মায়ের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে অবশেষে মৃত্যুবরণ করলেন আওয়ামী লীগ নেতার মা হোসনেয়ারা বেগম মরিয়ম (৮৫)। রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর পপুলার হাসপাতালে তিনি মারা যান।
এর আগে মঙ্গলবার (১ জুলাই) মাগরিবের নামাজের সময় কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের কামাল কোম্পানীর বাড়িতে একা নামাজরত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় ঘরে ঢুকে ডাকাতি ও লুটপাট চালানো হয়।
নিহত হোসনেয়ারা বেগম একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. কামাল খানের মা।
ঘটনার দিন বাড়িতে একা ছিলেন তিনি। নামাজের সময় দুর্বৃত্তরা হঠাৎ ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ঘরের মালামাল তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পপুলার হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় দুইজনকে আসামি করে মামলা হয়েছে। কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ভুক্তভোগীর ছেলে মো. মহিউদ্দিন বলেন, আমরা আগেই শুনেছিলাম হামলার পরিকল্পনা হচ্ছে। সেই আশঙ্কা সত্যি হলো। আমরা এই নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।