রাজনীতি
নকলায় এনসিপি উপজেলা সমন্বয় কমিটি থেকে ১৫ সদস্যের একযোগে পদত্যাগ

শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ সদস্য পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে নকলা সরকারি হাজি জালমামুদ কলেজ রোডের স্থানীয় একটি বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ৫ জন যুগ্ম সমন্বয়কারী এবং ১০ জন সদস্য।
পদত্যাগকারী যুগ্ম সমন্বয়কারীরা হলেন – মমিনুল ইসলাম, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, রাশিদুল জামান ও জসীম উদ্দীন। অন্যদিকে সদস্যরা হলেন— দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে তারা অভিযোগ করেন, উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির একজন অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য ব্যক্তি। তাই আত্ম-বিশ্লেষণের পর সম্মিলিতভাবে পদত্যাগ করেছেন।
পদত্যাগকারী যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, “নকলায় যে কমিটি দেওয়া হয়েছে, সেখানে প্রধান সমন্বয়কারীকে নিয়ে নানা অভিযোগ রয়েছে। এছাড়া ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন হয়নি। তাই আমরা ১৫ জন পদত্যাগ করেছি। পদত্যাগপত্র এনসিপির কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে এনসিপির শেরপুর জেলা কমিটির ১ নম্বর সমন্বয়কারী আলমগীর কবির জানান, বিষয়টি ফেসবুকে দেখেছেন এবং এ নিয়ে বিভাগীয় কমিটির সঙ্গে আলোচনা হয়েছে। জেলা কমিটি শিগগিরই বসে সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, গত ১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিজ্ঞপ্তিতে হুমায়ুন কবিরকে প্রধান সমন্বয়কারী করে ৩২ সদস্যবিশিষ্ট নকলা উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়।