খেলাধুলা
শ্রীলঙ্কায় নির্বিষ নাহিদ রানা

বাংলাদেশের গতির তারকা নাহিদ রানা শ্রীলঙ্কা সফরে চেনা রূপে ধরা দেননি। গতি আর বাউন্সারে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার যে মানসিকতা, লঙ্কান ব্যাটাররা সেটি দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন।
দুই টেস্টের দুই ইনিংসে ৩৯ ওভার বল করে গল টেস্টে ওভারপ্রতি ৫.১০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন নাহিদ। কলম্বো টেস্টের প্রথম ইনিংসেও ১৪০ কিমি/ঘণ্টার বেশি গতির বল করলেও এক উইকেট নিতে খরচ করেন ৪.৭০ রান।
তবে শ্রীলঙ্কান ব্যাটাররা কীভাবে তার গতিকে জয় করলেন? ম্যাচ শেষে কামিন্দু মেন্ডিস বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এমন গতির বোলারদের মোকাবিলা করতেই হবে। আমরা ইতিবাচক থেকে এগিয়েছি।’
নাহিদের নির্বিষ থাকার দিনটিতে অন্য বোলাররাও খুব একটা সুবিধা করতে পারেননি। যদিও তাইজুলের ফাইফারে লঙ্কানদের থামানো গেলেও ব্যাটারদের ব্যর্থতায় কলম্বো টেস্টে ইনিংস হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ।