Connect with us

বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদের সাক্ষাৎ, পদত্যাগ না করার অনুরোধ.

Published

on

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও নাহিদ ইসলাম। ছবি : সংগৃীহত
প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও নাহিদ ইসলাম। ছবি : সংগৃীহত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব নিয়ে আলোচনা হয়। এ সময় নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন, তিনি যেন কোনোভাবেই পদত্যাগ না করেন এবং দেশের বর্তমান সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

এ সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ে, যা নিয়ে সরকার ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়।

Share

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব নিয়ে আলোচনা হয়। এ সময় নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন, তিনি যেন কোনোভাবেই পদত্যাগ না করেন এবং দেশের বর্তমান সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

সূত্র জানায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

এ সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ে, যা নিয়ে সরকার ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়।

Share