বাংলাদেশ
আবার গোপালগঞ্জে যাবো: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, তাঁরা আবারও গোপালগঞ্জে যাবেন এবং সেখানে প্রতিটি গ্রামে গ্রামে কর্মসূচি চালাবেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়বে। গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না, বাংলাদেশপন্থীদের হবে।”
নাহিদ ইসলাম অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচি থাকলেও মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, “আমরা যুদ্ধের জন্য যাইনি। আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল পথসভা। কিন্তু আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আমাদের আক্রমণ করেছে, যেন একটি গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়।”
তিনি আরও দাবি করেন, “চারজন নিহত হয়েছেন, আমরা কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করি না। প্রশাসন যদি আগেভাগে ব্যবস্থা নিত, এই সন্ত্রাস এড়ানো যেত।”
নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, “নিরাপত্তা বাহিনী সিকিউরিটি ক্লিয়ারেন্স দিলেও বিভিন্ন উপজেলা থেকে আমাদের কর্মীদের আটকানো হয়েছে, বাস থামিয়ে দেওয়া হয়েছে। এরপরও আমরা শান্তিপূর্ণভাবে পথসভা শেষ করেছি।”
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা গোপালগঞ্জ পুনরুদ্ধার করব। শহীদ বাবু মোল্লা, শহীদ রথীন বিশ্বাসের গোপালগঞ্জকে মুজিববাদীদের হাতে ছেড়ে দেব না। শহীদের রক্তের শপথ নিয়ে আমরা আবারো গোপালগঞ্জে যাব।”

তিনি দাবি করেন, সরকার ও প্রশাসনের ব্যর্থতায় এ ধরনের সহিংসতা ঘটেছে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।