ঈদে আসছে 'নাদান', সিনেমার পোস্টার প্রকাশ - Porikroma News
Connect with us

বিনোদন

ঈদে আসছে ‘নাদান’, সিনেমার পোস্টার প্রকাশ

Published

on

ঈদে মুক্তি পাচ্ছে পাহাড়ে শুটিং করা সিনেমা ‘নাদান’, পোস্টার উন্মোচন করলেন শিল্পীরা।

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে আলোচিত চলচ্চিত্র ‘নাদান’। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট ম্যাচের ফাইনালের বিরতিতে সিনেমাটির অফিশিয়াল পোস্টার উন্মোচন করা হয়। এতে অংশ নেন নাদান সিনেমার প্রধান অভিনেতা শামল মাওলাসহ অন্যান্য কলাকুশলীরা।

পরিচালক ফরহাদ হোসেন জানান, ‘নাদান’ এক ব্যতিক্রমধর্মী থ্রিলারধর্মী চলচ্চিত্র। শুটিং হয়েছে দুর্গম পাহাড়ি অঞ্চলে। ২০২৪ সালের এপ্রিলে বান্দরবানের থানচিতে শুটিং করতে গিয়ে হঠাৎ স্থানীয় সন্ত্রাসীদের গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইউনিটে। শুটিং ইউনিটের সদস্যদের একাংশ গোপনে হোটেলে আশ্রয় নেন এবং কিছুদিন পাহাড়েই লুকিয়ে ছিলেন।

 ঈদে মুক্তি পাচ্ছে পাহাড়ে শুটিং করা সিনেমা ‘নাদান

এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মাঝেও নির্মাতা ও শিল্পীরা কাজ চালিয়ে গেছেন। শামল মাওলা ও সায়মা সৃজিতা অভিনীত এই সিনেমায় আরও দেখা যাবে এরফান মধুর, শিবলু, রাকিব হোসেন ইভন, সাইফ খান, প্রাশান শরীফসহ একঝাঁক তরুণ অভিনয়শিল্পীকে।

শামল মাওলা বলেন,

“ছবিটা খুব ভালো গল্পের। দর্শক হলে গিয়ে দেখলে হতাশ হবেন না। আমার অনেক প্রত্যাশা রয়েছে ‘নাদান’ নিয়ে।”

নাদান টিম

পরিচালক ফরহাদ হোসেন বলেন,

“এই সিনেমার গল্প দর্শকদের শেষ পর্যন্ত টেনে রাখবে। টুইস্ট এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে কেউ উঠতে না পারেন।”

চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঈদে একটি ভিন্ন স্বাদের অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছে ‘নাদান’। পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো এর আনুষ্ঠানিক প্রচারণা।

Share

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে আলোচিত চলচ্চিত্র ‘নাদান’। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে চ্যাম্পিয়নস ট্রফি ক্রিকেট ম্যাচের ফাইনালের বিরতিতে সিনেমাটির অফিশিয়াল পোস্টার উন্মোচন করা হয়। এতে অংশ নেন নাদান সিনেমার প্রধান অভিনেতা শামল মাওলাসহ অন্যান্য কলাকুশলীরা।

পরিচালক ফরহাদ হোসেন জানান, ‘নাদান’ এক ব্যতিক্রমধর্মী থ্রিলারধর্মী চলচ্চিত্র। শুটিং হয়েছে দুর্গম পাহাড়ি অঞ্চলে। ২০২৪ সালের এপ্রিলে বান্দরবানের থানচিতে শুটিং করতে গিয়ে হঠাৎ স্থানীয় সন্ত্রাসীদের গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইউনিটে। শুটিং ইউনিটের সদস্যদের একাংশ গোপনে হোটেলে আশ্রয় নেন এবং কিছুদিন পাহাড়েই লুকিয়ে ছিলেন।

 ঈদে মুক্তি পাচ্ছে পাহাড়ে শুটিং করা সিনেমা ‘নাদান

এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মাঝেও নির্মাতা ও শিল্পীরা কাজ চালিয়ে গেছেন। শামল মাওলা ও সায়মা সৃজিতা অভিনীত এই সিনেমায় আরও দেখা যাবে এরফান মধুর, শিবলু, রাকিব হোসেন ইভন, সাইফ খান, প্রাশান শরীফসহ একঝাঁক তরুণ অভিনয়শিল্পীকে।

শামল মাওলা বলেন,

“ছবিটা খুব ভালো গল্পের। দর্শক হলে গিয়ে দেখলে হতাশ হবেন না। আমার অনেক প্রত্যাশা রয়েছে ‘নাদান’ নিয়ে।”

নাদান টিম

পরিচালক ফরহাদ হোসেন বলেন,

“এই সিনেমার গল্প দর্শকদের শেষ পর্যন্ত টেনে রাখবে। টুইস্ট এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে কেউ উঠতে না পারেন।”

চলচ্চিত্রপ্রেমীদের জন্য ঈদে একটি ভিন্ন স্বাদের অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছে ‘নাদান’। পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো এর আনুষ্ঠানিক প্রচারণা।

Share