নবীগঞ্জে সাংবাদিক বিরোধ থেকে সংঘর্ষে নিহত ১, আগুন-ভাঙচুর - Porikroma News
Connect with us

বাংলাদেশ

নবীগঞ্জে সাংবাদিক বিরোধ থেকে সংঘর্ষে নিহত ১, আগুন-ভাঙচুর

Published

on

নবীগঞ্জে সাংবাদিক বিরোধ থেকে সংঘর্ষে নিহত ১, আগুন-ভাঙচুর
সংঘাতটির সূচনা হয় স্থানীয় দুজন গণমাধ্যমকর্মীর বিরোধ থেকে। পরে তা এলাকাভিত্তিক দুই সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার সকালে শহরের মধ্য বাজার থেকে তোলা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরে সাংবাদিকদের ব্যক্তিগত বিরোধ থেকে এলাকায় ছড়িয়ে পড়া দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন শতাধিক। সংঘর্ষের সময় দেড় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি আশায়েদ আলী এবং হবিগঞ্জের সময় পত্রিকার প্রকাশক সেলিম তালুকদার-এর মধ্যে চলছিল ব্যক্তিগত ও পেশাগত বিরোধ। একপর্যায়ে মারধরের ঘটনা থেকে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে তিমিরপুর গ্রামের ফারুক তালুকদার নিহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ১৪৪ ধারা জারি করতে হয়।

এ ঘটনায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও নবীগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ছাবির আহমেদ চৌধুরী।

পুলিশ জানায়, ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান, পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।


Share

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরে সাংবাদিকদের ব্যক্তিগত বিরোধ থেকে এলাকায় ছড়িয়ে পড়া দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন শতাধিক। সংঘর্ষের সময় দেড় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি আশায়েদ আলী এবং হবিগঞ্জের সময় পত্রিকার প্রকাশক সেলিম তালুকদার-এর মধ্যে চলছিল ব্যক্তিগত ও পেশাগত বিরোধ। একপর্যায়ে মারধরের ঘটনা থেকে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে তিমিরপুর গ্রামের ফারুক তালুকদার নিহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ১৪৪ ধারা জারি করতে হয়।

এ ঘটনায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও নবীগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ছাবির আহমেদ চৌধুরী।

পুলিশ জানায়, ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান, পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।


Share