বাংলাদেশ
নবীগঞ্জে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরে ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৭ জুলাই) বিকেলে আনমুন ও তিমিরপুর গ্রামের শতাধিক লোক এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের প্রায় ১০০ জন আহত হন। গুরুতর আহত ১৯ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পরপরই উপজেলা শহরে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। সোমবার বিকেল ৪টা থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ফেসবুকে একে অপরের বিরুদ্ধে লেখালেখি এবং পূর্ববিরোধের জেরে এই উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরে দুই পক্ষ লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে রণক্ষেত্রের মতো সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান জানান, তুচ্ছ বিষয় নিয়ে এ সংঘর্ষ ঘটে। বাজারের কয়েকটি দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।