শিক্ষা
ময়মনসিংহ আইএইচটির ১৫৬ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি আইএইচটি। ৪১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রতিষ্ঠানে আজও প্রয়োজনীয় শিক্ষক ও প্রশাসনিক লোকবল নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজের দুইজন খণ্ডকালীন শিক্ষক সপ্তাহে দুদিন ক্লাস নিলেও বাকি সময় শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বঞ্চিত।
শিক্ষার্থীদের দাবি চার বছর মেয়াদি কোর্সে ভর্তি হয়ে দুই বছর পার হলেও তারা এখনও প্রথম বর্ষ শেষ করতে পারেনি। নেই পর্যাপ্ত ক্লাস নেই নিরাপত্তা ক্যাম্পাসে সন্ধ্যার পর নেমে আসে অন্ধকার।
২০২৩ সালের ১১ মার্চ ১০৩টি উন্নয়ন প্রকল্পের সঙ্গে প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হলেও আজও রয়েছে শিক্ষক সংকট। সাবেক অধ্যক্ষ ডা মোহাম্মদ ছাইফুল ইসলাম খান জানান প্রতিষ্ঠানটির জন্য ৪৩৫ জন জনবল নিয়োগের সুপারিশ পাঠানো হয়েছিল। ৩৫ জনের অনুমোদন অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনও নিয়োগ কার্যক্রম শুরু হয়নি।
এই অনিশ্চয়তা নিরসনে আন্দোলনে নেমেছেন তিন ব্যাচের ১৫৬ জন শিক্ষার্থী। তাদের আশঙ্কা শিক্ষক এবং প্রশাসনিক ব্যবস্থা না থাকলে চার বছরের কোর্স শেষ করেও ভবিষ্যৎ অন্ধকারেই থাকবে। দ্রুত সমস্যার সমাধান এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা।