মিয়ানমারে পাচারকালে সার-আলুসহ গ্রেফতার ১৩ - Porikroma News
Connect with us

অপরাধ

মিয়ানমারে পাচারকালে সার-আলুসহ গ্রেফতার ১৩

Published

on

মিয়ানমারে পাচারকালে সার-আলুসহ গ্রেফতার ১৩
জব্দ সার ও আলুসহ গ্রেফতাররা। ছবি: সংগৃহীত

মিয়ানমারে পাচারকালে ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলুসহ ১৩ জন পাচারকারীকে গ্রেফতার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার ও বৃহস্পতিবার টানা অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা বহির্নোঙরে বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করে ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলু, ৪০ লিটার লুব অয়েল, দুটি হ্যামকো ব্যাটারি এবং পাচার কাজে জড়িত ১৩ জনকে আটক করা হয়।

পাচারকালে জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৩৪ হাজার টাকা। আটক পাচারকারী ও পণ্যসহ নৌকা সদরঘাট নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ডের এই ধরনের নিয়মিত অভিযান উপকূলীয় অঞ্চল এবং নদীর তীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা ও চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

Share

মিয়ানমারে পাচারকালে ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলুসহ ১৩ জন পাচারকারীকে গ্রেফতার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার ও বৃহস্পতিবার টানা অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা বহির্নোঙরে বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করে ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলু, ৪০ লিটার লুব অয়েল, দুটি হ্যামকো ব্যাটারি এবং পাচার কাজে জড়িত ১৩ জনকে আটক করা হয়।

পাচারকালে জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৩৪ হাজার টাকা। আটক পাচারকারী ও পণ্যসহ নৌকা সদরঘাট নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ডের এই ধরনের নিয়মিত অভিযান উপকূলীয় অঞ্চল এবং নদীর তীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা ও চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

Share