আন্তর্জাতিক
মুম্বাইয়ে বৃষ্টিতে ডুবল সদ্য চালু পাতাল মেট্রো স্টেশন

অতিবৃষ্টিতে পানিতে ডুবে গেছে সদ্য নির্মিত ‘মুম্বাই মেট্রো লাইন-৩’ এর ওয়ারলি পাতাল মেট্রো স্টেশন। ভারী বৃষ্টিতে ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহর পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।
রাতভর টানা বৃষ্টির ফলে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সদ্য চালু হওয়া ওয়ারলি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনটির ছাদ চুইয়ে পানি ঢুকে পড়ে। এমনকি স্টেশনের গেট ও প্ল্যাটফর্ম পর্যন্ত পানি উঠে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যাত্রীরা হাঁটু পানি পেরিয়ে মেট্রোতে উঠছেন। অনেকে জুতা খুলে এবং প্যান্ট গুটিয়ে প্ল্যাটফর্মে চলাচল করছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ‘মুম্বাই মেট্রো লাইন-৩’ চলতি বছরের ১০ মে চালু করা হয়। এটি বান্দ্রা-কুরলা কমপ্লেক্স (বিকেসি) থেকে ওয়ারলি পর্যন্ত বিস্তৃত। আধুনিক যোগাযোগব্যবস্থার অংশ হিসেবে এটি চালু হলেও উদ্বোধনের মাত্র কয়েকদিনের মাথায় এমন ঘটনা ঘটে।
এ ঘটনায় মুম্বাইবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং অবকাঠামোগত দুর্বলতা ও গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন। ছাদ থেকে পানি পড়া এবং দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার বিষয়টি নিয়ে আলোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে।