রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা - Porikroma News
Connect with us

জাতীয়

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

Published

on

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। সেখানে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা।

প্রধান উপদেষ্টার অফিস জানিয়েছে, মানিক মিয়া অ্যাভিনিউতে এ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব বয়সী মানুষকে এ ঐতিহাসিক অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

Share

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। সেখানে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা।

প্রধান উপদেষ্টার অফিস জানিয়েছে, মানিক মিয়া অ্যাভিনিউতে এ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব বয়সী মানুষকে এ ঐতিহাসিক অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

Share