রাজনীতি
“মাটি ও মানুষের পাশে থাকতে চাই: মুফতি কাসেমী”

বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী বলেছেন, “এতো বছর যারা ক্ষমতায় ছিল, তারা কখনো পাথরঘাটার মানুষের কষ্ট বুঝতে পারেনি। আমরা এই অঞ্চলের মাটি ও মানুষের লোক। আমরা মাটি ও মানুষের পাশে থাকতে চাই।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) পাথরঘাটার আবু সাঈদ চত্বরে প্রথম গণসংযোগ করেন তিনি এবং বিভিন্ন বাজারে পথসভা করে স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন।
এক পথসভায় তিনি বলেন, “একদল ৫ আগস্টের পর লুটপাট করে পালিয়ে গেছে। আরেক দল নিরীহ মানুষকে মামলার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এরা হেভিওয়েট নেতাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। আমরা পাথরঘাটার ভাই ও দোকানদারদের রক্ষা করব, ইনশাআল্লাহ কোনো চাঁদাবাজি চলবে না।”
তিনি আরও বলেন, “আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমি চরমোনাই পীরের শিষ্য। রাজনীতি করি মানুষের অধিকার আদায়ের জন্য। যদি জনগণ আমাদের পাশে থাকে, তাহলে এই জনপদের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।”
গণসংযোগ শেষে তিনি চরদুয়ানী, কাকচিড়া, ডৌয়াতলা ও বামনা উপজেলা সদরে গণসংযোগ করেন। তার সঙ্গে ছিলেন স্থানীয় ইসলামী আন্দোলনের নেতাকর্মী, ধর্মপ্রাণ যুবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।