বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু - Porikroma News
Connect with us

দুর্ঘটনা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

Published

on

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু
নিহত মুয়াজ্জিন বুলু। ছবি : সংগৃহীত

রোববার (২ আগস্ট) ভোরে ফজরের আজানের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুয়াজ্জিনের নাম বুলু (৫০)। তিনি পৌরসভার বৈলগ্রাম উত্তরপাড়ার মৃত আছিমুদ্দিনের ছেলে।

জানা গেছে, বুলু মিয়া দীর্ঘ ১৬ বছর ধরে স্থানীয় ওয়াক্তিয়া মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো ওইদিন ভোরেও ফজরের নামাজের জন্য আজান দিতে বাড়ি থেকে বের হন। পথে মসজিদের কাছে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পানিতে পড়ে ছিল। সেই পানিতে পা দিয়েই ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

স্থানীয়রা দ্রুত বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায়, বৈধ তার না দিয়ে জিআই তার ব্যবহার করায় বৃষ্টির সময় তা ছিঁড়ে পড়ে যায় এবং দুর্ঘটনাটি ঘটে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসি মোজহারুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Share

রোববার (২ আগস্ট) ভোরে ফজরের আজানের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুয়াজ্জিনের নাম বুলু (৫০)। তিনি পৌরসভার বৈলগ্রাম উত্তরপাড়ার মৃত আছিমুদ্দিনের ছেলে।

জানা গেছে, বুলু মিয়া দীর্ঘ ১৬ বছর ধরে স্থানীয় ওয়াক্তিয়া মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো ওইদিন ভোরেও ফজরের নামাজের জন্য আজান দিতে বাড়ি থেকে বের হন। পথে মসজিদের কাছে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পানিতে পড়ে ছিল। সেই পানিতে পা দিয়েই ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

স্থানীয়রা দ্রুত বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায়, বৈধ তার না দিয়ে জিআই তার ব্যবহার করায় বৃষ্টির সময় তা ছিঁড়ে পড়ে যায় এবং দুর্ঘটনাটি ঘটে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসি মোজহারুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Share