দুর্ঘটনা
ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা মাঠপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোটচাঁদপুর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল কালীগঞ্জের দিকে যাচ্ছিল। ঈশ্বরবা এলাকায় একটি নছিমনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রুহুল আমিন ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।