অপরাধ
মাত্র ৩০ টাকা নিয়ে দ্বন্দ্ব, বন্ধুর হাতে প্রাণ গেল মমিনের

নিজস্ব প্রতিবেদক:
মাত্র ৩০ টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর মতিঝিলে বন্ধু রাকিব হোসেনের (১৯) ছুরিকাঘাতে নিহত হয়েছেন মমিন হোসেন (২০)। হত্যাকাণ্ডের তিন দিন পর ময়মনসিংহ থেকে রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবী এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১২ মে সন্ধ্যায় এজিবি কলোনির আল হেলাল জোনের আম গাছ থেকে রাকিব, মমিন এবং তাদের আরেক বন্ধু আলামিন মিলে আম পাড়ে। পরে সেই আম কলোনির কাঁচাবাজারে ৩৯০ টাকায় বিক্রি করা হয়। এরমধ্যে আলামিন ১৩০ টাকা নিয়ে চলে যান। বাকি ২৬০ টাকার মধ্যে রাকিব ৮০ টাকা খরচ করেন।
সেদিন রাতে মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির পাশে ময়লার ডাস্টবিনের সামনে মমিনকে আম বিক্রির ১০০ টাকা দেন রাকিব। তখন মমিন নিজের ভাগের আরও ৩০ টাকা দাবি করলে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
পরদিন একই স্থানে তাদের মধ্যে আবার কথা কাটাকাটির একপর্যায়ে রাকিব আম কাটার ছুরি দিয়ে মমিনের গলায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রাকিব নিজেই মমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর রাকিব লাশ ফেলে পালিয়ে যান ময়মনসিংহে।
নিহত মমিনের বাবা ফিরোজ শেখ মতিঝিল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জুলহাস উদ্দিন ৭ দিনের মধ্যে অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করেন।
মঙ্গলবার আদালতে হাজির করে রাকিবের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসি হুসাইন মুহাম্মাদ ফারাবী বলেন, ‘মাত্র ৩০ টাকা নিয়ে বন্ধুত্বের মতো সম্পর্কের এমন পরিণতি সত্যিই দুঃখজনক।’