মরদেহবাহী ভ্যান উল্টে আরও দুর্ঘটনা - Porikroma News
Connect with us

দুর্ঘটনা

মরদেহবাহী ভ্যান উল্টে আরও দুর্ঘটনা

Published

on

মরদেহবাহী ভ্যান উল্টে আরও দুর্ঘটনা
উল্টে যাওয়া ফ্রিজার ভ্যান। ইনসেটে নিহত তানভীর আফসান।

একটি মৃত্যুই যেখানে গোটা জাতিকে বাকরুদ্ধ করে, সেখানে সেই শোকের মিছিলে যোগ হলো আরও একটি দুর্ঘটনা। রাজধানীর উত্তরা দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানভীর আফসানের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছিল নিজ গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। কিন্তু পথেই ঘটলো আরও এক মর্মান্তিক ঘটনা।

সোমবার (২১ জুলাই) ভোররাতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় পৌঁছলে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায় এবং উল্টে যায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, গাড়িটি হঠাৎ করেই বাঁদিকে নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজকে উঠে যায়, যার ফলেই ঘটে দুর্ঘটনাটি।

এতে চালকসহ আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় এবং আরেকটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহটি গ্রামের বাড়িতে পাঠানো হয়।

নিহত তানভীর আফসান ছিলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার নগর ভাদগ্রাম নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার সন্তান এবং মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

এই ঘটনা যেন শোকবিহ্বল পরিবারের ওপর নতুন এক আঘাত হানে। একটানা শোকের মধ্যে এমন দুর্ঘটনা পুরো জাতিকে আরও একবার কাঁদিয়ে তোলে।

Share

একটি মৃত্যুই যেখানে গোটা জাতিকে বাকরুদ্ধ করে, সেখানে সেই শোকের মিছিলে যোগ হলো আরও একটি দুর্ঘটনা। রাজধানীর উত্তরা দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানভীর আফসানের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছিল নিজ গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। কিন্তু পথেই ঘটলো আরও এক মর্মান্তিক ঘটনা।

সোমবার (২১ জুলাই) ভোররাতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় পৌঁছলে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায় এবং উল্টে যায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, গাড়িটি হঠাৎ করেই বাঁদিকে নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজকে উঠে যায়, যার ফলেই ঘটে দুর্ঘটনাটি।

এতে চালকসহ আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় এবং আরেকটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহটি গ্রামের বাড়িতে পাঠানো হয়।

নিহত তানভীর আফসান ছিলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার নগর ভাদগ্রাম নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার সন্তান এবং মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

এই ঘটনা যেন শোকবিহ্বল পরিবারের ওপর নতুন এক আঘাত হানে। একটানা শোকের মধ্যে এমন দুর্ঘটনা পুরো জাতিকে আরও একবার কাঁদিয়ে তোলে।

Share