আন্তর্জাতিক
বিমানবন্দরের পার্কিংয়ে ছোট বিমানের ধাক্কা, আগুনে পুড়ল একাধিক বিমান

যুক্তরাষ্ট্রের মন্টানার ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে এক ছোট বিমানের ক্র্যাশ ল্যান্ডিংয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে চার যাত্রী বহনকারী একক ইঞ্জিনের বিমানটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছুটে গিয়ে পার্কিং এলাকায় থাকা কয়েকটি বিমানের সঙ্গে ধাক্কা খায়। এতে একাধিক বিমানে আগুন ধরে যায় এবং আগুন পাশের ঘাসেও ছড়িয়ে পড়ে।
ক্যালিস্পেল পুলিশ প্রধান জর্ডান ভেনেজিও জানান, ফায়ার ফাইটাররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বড় ধরনের বিপদের আগে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দুর্ঘটনায় দুজন সামান্য আহত হয়েছেন এবং ঘটনাস্থলেই তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর মুহূর্তেই কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত প্রতিক্রিয়ায় উদ্ধার দল পরিস্থিতি স্বাভাবিক করে।
ক্যালিস্পেল সিটি বিমানবন্দরটি উত্তর-পশ্চিম মন্টানার ক্যালিস্পেল শহরের দক্ষিণে অবস্থিত, যেখানে প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করে।