এনজিওর মতো সরকার চালালে সমস্যা হবে: মঈন খান - Porikroma News
Connect with us

রাজনীতি

এনজিওর মতো সরকার চালালে সমস্যা হবে: মঈন খান

Published

on

এনজিওর মতো সরকার চালালে সমস্যা হবে: মঈন খান
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার পরিচালনায় এনজিও কিংবা করপোরেট মডেল অনুসরণ করলে সমস্যা দেখা দেবে। গণতন্ত্রে বিশ্বাস রাখতে হলে জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, “এনজিও একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর সঙ্গে কাজ করে, সমগ্র জনগণের সঙ্গে নয়। অন্যদিকে করপোরেট প্রতিষ্ঠানের লক্ষ্য থাকে শুধুমাত্র মুনাফা অর্জন। অথচ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সম্মিলিত মতামত ও অংশগ্রহণ অপরিহার্য।”

তিনি বলেন, “আমি প্রথমবারের মতো দেখছি টাকার বিপরীতে ডলারের মান অবমূল্যায়িত হচ্ছে, অথচ বাংলাদেশ ব্যাংক সেটি ঠেকাতে চাইছে। টাকা শক্তিশালী হলে আমাদের বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতাও বাড়বে।”

এসময় দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহায়তা করার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

সংস্কার প্রসঙ্গে মঈন খান বলেন, “আমরা গত দুই বছর ধরেই সংস্কারের ওপর কাজ করছি। এটি একটি চলমান প্রক্রিয়া।”

অনুষ্ঠানে পিআরআই চেয়ারম্যান জাইদী সাত্তার সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ এবং পিআরআই-এর অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।

Share

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার পরিচালনায় এনজিও কিংবা করপোরেট মডেল অনুসরণ করলে সমস্যা দেখা দেবে। গণতন্ত্রে বিশ্বাস রাখতে হলে জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, “এনজিও একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর সঙ্গে কাজ করে, সমগ্র জনগণের সঙ্গে নয়। অন্যদিকে করপোরেট প্রতিষ্ঠানের লক্ষ্য থাকে শুধুমাত্র মুনাফা অর্জন। অথচ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সম্মিলিত মতামত ও অংশগ্রহণ অপরিহার্য।”

তিনি বলেন, “আমি প্রথমবারের মতো দেখছি টাকার বিপরীতে ডলারের মান অবমূল্যায়িত হচ্ছে, অথচ বাংলাদেশ ব্যাংক সেটি ঠেকাতে চাইছে। টাকা শক্তিশালী হলে আমাদের বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতাও বাড়বে।”

এসময় দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহায়তা করার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

সংস্কার প্রসঙ্গে মঈন খান বলেন, “আমরা গত দুই বছর ধরেই সংস্কারের ওপর কাজ করছি। এটি একটি চলমান প্রক্রিয়া।”

অনুষ্ঠানে পিআরআই চেয়ারম্যান জাইদী সাত্তার সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ এবং পিআরআই-এর অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।

Share