আন্তর্জাতিক
ট্রাম্পের শুল্ক ঘোষণায় মোদির স্বদেশি পণ্যের ডাক

ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২৫ শতাংশ শুল্ক এবং রাশিয়া থেকে জ্বালানি আমদানির কারণে সম্ভাব্য জরিমানার হুমকি নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার উত্তরপ্রদেশের বারাণসীতে এক জনসভায় মোদি বলেন, “আজ বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে। প্রতিটি দেশ এখন নিজের স্বার্থে কাজ করছে। এ অবস্থায় ভারতেরও উচিত জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া।”
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “স্বদেশি পণ্য কিনুন, ‘ভোকাল ফর লোকাল’ হোন। দেশের কৃষি, শিল্প এবং যুব সমাজের কর্মসংস্থান রক্ষায় আমাদের সচেতন পদক্ষেপ নিতে হবে।”
মোদি বলেন, একা সরকারের পক্ষে কিছু করা সম্ভব নয়। নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। দেশীয় শিল্পকে টিকিয়ে রাখতে ও বিকশিত ভারত গড়তে সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
এর আগে, ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপের পাশাপাশি ভারত ও রাশিয়াকে কটাক্ষ করে তাদের ‘মৃত অর্থনীতি’ হিসেবে উল্লেখ করেন।
এ প্রসঙ্গে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা চলমান রয়েছে এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র : এনডিটিভি