মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: আরও দুই আসামি গ্রেপ্তার - Porikroma News
Connect with us

বাংলাদেশ

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: আরও দুই আসামি গ্রেপ্তার

Published

on

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: আরও দুই আসামি গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যার ঘটনায় আরও দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার হওয়া আসামিদের নাম সজীব ও রাজিব। তারা দুজনেই এজাহারনামীয় আসামি। ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, তাদের নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়। এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম (৪২) বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।

এ নিয়ে এই হত্যাকাণ্ডে মোট ৭ জন আসামি গ্রেপ্তার হলো। পুলিশ জানিয়েছে, অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যার ঘটনায় আরও দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার হওয়া আসামিদের নাম সজীব ও রাজিব। তারা দুজনেই এজাহারনামীয় আসামি। ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, তাদের নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়। এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম (৪২) বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।

এ নিয়ে এই হত্যাকাণ্ডে মোট ৭ জন আসামি গ্রেপ্তার হলো। পুলিশ জানিয়েছে, অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share