হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে মির্জা ফখরুল - Porikroma News
Connect with us

রাজনীতি

হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে মির্জা ফখরুল

Published

on

হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে মির্জা ফখরুল
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গিয়ে অসুস্থ জামায়াত আমিরের খোঁজখবর নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৫টার পর বক্তব্য শুরু করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ৫টা ২০ মিনিটে তিনি প্রথমবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। কিছুক্ষণ পর উঠে বক্তব্য শুরু করলেও ৫টা ২৩ মিনিটে ফের অসুস্থ হয়ে যান।

তাকে মঞ্চে বসিয়ে রাখা হয় এবং বসা অবস্থাতেই তিনি বক্তব্য চালিয়ে যান। তিনি বলেন,
‘আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন, তার এক মিনিটও বেশি থাকতে পারব না। সুতরাং এটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না।’

জীবনের শেষ সময় পর্যন্ত দেশের জন্য কাজ করার প্রত্যয় জানিয়ে তিনি ‘আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তৃতা শেষ করেন।


Share

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গিয়ে অসুস্থ জামায়াত আমিরের খোঁজখবর নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৫টার পর বক্তব্য শুরু করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ৫টা ২০ মিনিটে তিনি প্রথমবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। কিছুক্ষণ পর উঠে বক্তব্য শুরু করলেও ৫টা ২৩ মিনিটে ফের অসুস্থ হয়ে যান।

তাকে মঞ্চে বসিয়ে রাখা হয় এবং বসা অবস্থাতেই তিনি বক্তব্য চালিয়ে যান। তিনি বলেন,
‘আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন, তার এক মিনিটও বেশি থাকতে পারব না। সুতরাং এটা নিয়ে আপনারা কেউ বিচলিত হবেন না।’

জীবনের শেষ সময় পর্যন্ত দেশের জন্য কাজ করার প্রত্যয় জানিয়ে তিনি ‘আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তৃতা শেষ করেন।


Share