অপরাধ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদলের ৪ নেতা গ্রেপ্তার

রাজধানীর মিরপুর পশ্চিম মণিপুরে বাসায় ঢুকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি ও লুটপাটের ঘটনায় ছাত্রদল ও যুবদলের ৪ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম একসময় শ্রমিক লীগ করতেন। অভিযোগ, ছাত্রদল ও যুবদলের ১০-১৫ জনের একটি দল বাসায় ঢুকে তাঁকে ‘তুই আওয়ামী লীগ করিস, বাঁচতে হলে ২০ লাখ টাকা দে’ বলে হুমকি দেয়। তারা বাসায় লুটপাট চালিয়ে ভয়ভীতি দেখাতে থাকে।
অবস্থার অবনতি হলে রাত তিনটার দিকে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন মিরপুর থানা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মিন্টু (৩৫), যুগ্ম আহ্বায়ক তাবিত আহমেদ (৩৫), যুবদল নেতা রতন মিয়া (৩৪) ও ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন (২৪)।
মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমন জানান, ঘটনাস্থল থেকে ১৬ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকি টাকা নিয়ে অন্য আসামিরা পালিয়েছে।
সিরাজুল ইসলামের স্ত্রী জাহানারা ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনের নামে মামলা করেছেন। সোমবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।