শিক্ষা
যুক্তরাষ্ট্রে ২৫ বিশ্ববিদ্যালয়ে মীমের স্কলারশিপ প্রাপ্তি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা বড়বাড়ির মেয়ে মুমতাহিনা করিম মীম যুক্তরাষ্ট্রের হেনড্রিক্স কলেজের ‘হেইস মেমোরিয়াল স্কলারশিপ’ পেয়েছেন। এটি বিশ্বজুড়ে প্রতি বছর মাত্র চারজন শিক্ষার্থীকে দেওয়া হয়। ২০২৫ সালের প্রাপক চারজনের মধ্যে মীমই একমাত্র আন্তর্জাতিক শিক্ষার্থী।
এই স্কলারশিপটি ফুল-রাইড স্কলারশিপ হিসেবে পরিচিত এবং মীমের সব শিক্ষাগত খরচ বহন করবে। শুধু হেনড্রিক্স নয়, আরও ২৫টি নামকরা মার্কিন বিশ্ববিদ্যালয় থেকেও অফার লেটার পেয়েছেন তিনি। সব মিলিয়ে তার প্রাপ্ত স্কলারশিপের পরিমাণ প্রায় ৩৬ কোটি টাকা।
ছোটবেলা থেকেই বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখা মীম সপ্তম শ্রেণিতে একটি ওয়েবসাইট তৈরি করেন এবং নবম শ্রেণিতে গড়ে তোলেন ৬৫ সদস্যের প্রোগ্রামিং ক্লাব। করোনা মহামারির সময় ‘কিবো’ নামে একটি রোবট তৈরি করে আলোচনায় আসেন তিনি।
এছাড়াও বিতর্ক, বিজ্ঞান মেলা, চিত্রাঙ্কনসহ নানা সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে নিজের দক্ষতা বাড়িয়েছেন। মীম আগামী ৫ আগস্ট যুক্তরাষ্ট্রে রওনা দিবেন এবং হেনড্রিক্স কলেজে কম্পিউটার সায়েন্স (ডুয়েল-ইঞ্জিনিয়ারিং) প্রোগ্রামে স্নাতক করবেন।