৯ ঘণ্টা পর মাইলস্টোন থেকে বের হলেন উপদেষ্টারা - Porikroma News
Connect with us

বাংলাদেশ

৯ ঘণ্টা পর মাইলস্টোন থেকে বের হলেন উপদেষ্টারা

Published

on

৯ ঘণ্টা পর মাইলস্টোন থেকে বের হলেন উপদেষ্টারা
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

টানা ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের প্রহরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে উত্তরা মেট্রোরেলের ডিপোর ভেতরের রাস্তা দিয়ে তাদের বহনকারী গাড়িগুলো বের হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

তিনি জানান, “ঘটনাস্থল পরিদর্শনে এসে উপদেষ্টারা শিক্ষার্থীদের দাবির মুখে পড়েন। দাবিগুলো মেনে নেওয়ার পরও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। পরে সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে তারা বের হতে সক্ষম হন।”

এদিন সকাল সাড়ে ১০টার দিকে মাইলস্টোন ক্যাম্পাসে যান উপদেষ্টারা ও প্রেস সচিব। শিক্ষার্থীরা তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে মাইলস্টোন ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এ তথ্য এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় এটি দুর্ঘটনার শিকার হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।

Share

টানা ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের প্রহরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে উত্তরা মেট্রোরেলের ডিপোর ভেতরের রাস্তা দিয়ে তাদের বহনকারী গাড়িগুলো বের হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

তিনি জানান, “ঘটনাস্থল পরিদর্শনে এসে উপদেষ্টারা শিক্ষার্থীদের দাবির মুখে পড়েন। দাবিগুলো মেনে নেওয়ার পরও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। পরে সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে তারা বের হতে সক্ষম হন।”

এদিন সকাল সাড়ে ১০টার দিকে মাইলস্টোন ক্যাম্পাসে যান উপদেষ্টারা ও প্রেস সচিব। শিক্ষার্থীরা তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে মাইলস্টোন ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এ তথ্য এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় এটি দুর্ঘটনার শিকার হয় এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।

Share