বাংলাদেশ
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মাথা ফেটেছে তিন শিক্ষার্থীর

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া দুইটার দিকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোঁড়াছুড়ির ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতা মুকিমুল আহসান জানিয়েছেন, সংঘর্ষে অন্তত তিন শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।
জানা গেছে, দুপুর থেকে শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবিতে বিক্ষোভ করছিল। এই অবস্থায় পুলিশের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকলে সংঘর্ষের সৃষ্টি হয়।
এদিকে, সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং প্রেস উইংয়ের সদস্যরা মাইলস্টোন স্কুলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। সংঘর্ষের কারণে তারা এখন দুই ঘণ্টারও বেশি সময় ধরে ক্যাম্পাসে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।