বাংলাদেশ
“জীবনের নিরাপত্তা চাই, লোক দেখানো রাষ্ট্রীয় শোক নয়”

ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও দগ্ধ শিক্ষার্থীদের স্মরণে এবং বিচার দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীতে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেওয়া অভিভাবক ও শিশু-কিশোররা বিভিন্ন প্ল্যাকার্ডে ক্ষোভ প্রকাশ করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল:
- “আমার বাচ্চা কবরে, দুর্নীতিবাজ কেন বাহিরে?”
- “জীবনের নিরাপত্তা চাই, লোক দেখানো রাষ্ট্রীয় শোক নয়”
- “বাজেট যায় যুদ্ধযানে, অথচ সৈনিক মরে ভাঙা প্লেনে”
বিক্ষোভকারীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যেভাবে দুর্ঘটনা ঘটছে, তাতে করে এটি নিছক দুর্ঘটনা নয়, বরং অব্যবস্থাপনা ও দুর্নীতির ভয়াবহ ফল। তারা দোষীদের বিচার, দায়ীদের অপসারণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
এই কর্মসূচি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।