জাতীয়
মাইলস্টোনে শুরু হয়েছে পাঠদান

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরছে প্রতিষ্ঠানটি। টানা ১২ দিনের ছুটি এবং দুই দিনের মানসিক প্রশমন ও গ্রুপ কাউন্সেলিং কার্যক্রম শেষে বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ্ বুলবুল জানান, দুর্ঘটনার পর প্রথম দুই দিন দোয়া মাহফিল, মানসিক প্রশমন কর্মসূচি এবং কাউন্সেলিং কার্যক্রম পরিচালিত হয়েছে। আজ থেকে ধাপে ধাপে নিয়মিত ক্লাস শুরু হচ্ছে। পাশাপাশি আগামী তিন মাস ধরে চলবে মনোসামাজিক কাউন্সেলিং।
মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, শিক্ষার্থীদের মানসিকভাবে সহায়তা করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাউকে জোর করে ক্লাসে ফিরতে বলা হয়নি; বরং অভিভাবকদের মতামতের ভিত্তিতে ধাপে ধাপে ক্যাম্পাসে ফেরানো হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে ছাত্রীদের মানসিকভাবে বেশি আঘাত পেয়েছে বলে দেখা গেছে। তাই তাদের জন্য একাধিক কাউন্সেলিং সেশন চালানো হচ্ছে, যাতে তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
উল্লেখ্য, ২১ জুলাই মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর তিন দফায় কলেজ ছুটি ঘোষণা করা হয়। সর্বশেষ ছুটি ছিল ২ আগস্ট পর্যন্ত।