মাইলস্টোনে উপদেষ্টারা ফের অবরুদ্ধ - Porikroma News
Connect with us

বাংলাদেশ

মাইলস্টোনে উপদেষ্টারা ফের অবরুদ্ধ

Published

on

মাইলস্টোনে উপদেষ্টারা ফের অবরুদ্ধ
দিয়াবাড়ি গোলচত্বরে বিক্ষোভরত শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ফের অবরুদ্ধ হয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ৩টার দিকে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়ে ব্যর্থ হন তারা।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন করেন দুই উপদেষ্টা। ভবন-৫ এ ফেরার পথে শিক্ষার্থীরা তাদের পথরোধের চেষ্টা করে। দীর্ঘক্ষণ সেখানে অবস্থানের পর দুপুর ১২টা ৩০ মিনিটে ভবনের সামনে হ্যান্ড মাইকে বক্তব্য দেন আসিফ নজরুল। সঙ্গে ছিলেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “আপনাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আপনাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিচ্ছি।”
তবে বিকেল ৩টার দিকে ক্যাম্পাস ছাড়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের প্রতিবাদে বাধা পেয়ে আবার ফিরে যান তারা।

শিক্ষার্থীরা দুর্ঘটনার দায় স্বীকার, ক্ষতিপূরণ, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনিক ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবিতে আন্দোলন করছেন।

Share

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ফের অবরুদ্ধ হয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ৩টার দিকে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়ে ব্যর্থ হন তারা।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন করেন দুই উপদেষ্টা। ভবন-৫ এ ফেরার পথে শিক্ষার্থীরা তাদের পথরোধের চেষ্টা করে। দীর্ঘক্ষণ সেখানে অবস্থানের পর দুপুর ১২টা ৩০ মিনিটে ভবনের সামনে হ্যান্ড মাইকে বক্তব্য দেন আসিফ নজরুল। সঙ্গে ছিলেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “আপনাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আপনাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিচ্ছি।”
তবে বিকেল ৩টার দিকে ক্যাম্পাস ছাড়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের প্রতিবাদে বাধা পেয়ে আবার ফিরে যান তারা।

শিক্ষার্থীরা দুর্ঘটনার দায় স্বীকার, ক্ষতিপূরণ, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনিক ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবিতে আন্দোলন করছেন।

Share