মতামত
সিসিটিভি ফুটেজ উদ্ধারই ছিল অগ্রাধিকার!

সাংবাদিক এলিয়াস হোসেন জানিয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষকের সঙ্গে ফোনে যোগাযোগ করার পর জানা গেছে, বিমান বিধ্বস্তের পর সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আহত শিক্ষার্থী বা শিক্ষক-কর্মচারীদের উদ্ধারে মনোযোগ না দিয়ে সরাসরি স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে নিয়ে যায়।

এ ঘটনায় প্রশ্ন উঠেছে—কেন উদ্ধার কার্যক্রমের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হলো সিসি ক্যামেরার ফুটেজে? আর কেনইবা সেই ফুটেজ এখন পর্যন্ত মাইলস্টোন কর্তৃপক্ষ বা তদন্তে নিয়োজিত পুলিশ সদস্যদের দেওয়া হচ্ছে না?
বিশেষজ্ঞরা বলছেন, মাইলস্টোনের সিসিটিভি ফুটেজ ও বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্স বিশ্লেষণ করলেই হয়তো পুরো ঘটনার রহস্য উন্মোচিত হতে পারে। কিন্তু যদি এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ গোপন রাখা হয়, তবে তা জনমনে আরও সন্দেহ ও প্রশ্নের জন্ম দেবে।